অমিতাভ বিশ্বাস
নার্সিসাস
অমিতাভ বিশ্বাস
নার্সিসাস ফুলগুলো বোকার মতো
নিজেরা শুধু নিজেকেই দেখে
চোখ ফেরানোর কোনো রাস্তা নেই
আলেয়া হ্রদের ঐশ্বর্যময়ী নৈশব্দকে
চিরে দিচ্ছে অবলা কতিপয় জল-মুরগী
অজ্ঞাতনামা আত্মচরিতে মগ্ন প্রকৃতি
নিরন্তর তুচ্ছতার কাছে দাম্ভিকতার হার
তবে কি ভূসর্গ ভয়ঙ্কর বিশাক পুষ্পাধার?
অমোঘ বন্ধন - সাতপুরুষের ভিটে?
অমরাবতীর কাছে যেতে ইচ্ছে হয় বারবার...
আয়নাকুমারী হ্রদের স্বাদু জলে
মুগ্ধ সাঁতার কাটি,
স্থিরগন্ধ নিরবতায় দ্রবীভূত হই
আর, অর্কপ্রিয়া মন হরিবল্লভ হয়ে ওঠে।
পাঠকের মতামতঃ